চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘সাড়ে ৪ কোটি টাকায় রসুলবাগ খালে নির্মিত ব্রিজ বাকলিয়ার দুর্ভোগ কমাবে’

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২২ | ৬:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিকে ড্রাইভারশন খালে নির্মিত ব্রিজ বাকলিয়াবাসীর দুর্ভোগ কমাবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চার কোটি ৭০ লাখ টাকায় নির্মিত ব্রিজ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। 

মেয়র বলেন, ড্রাইভারশন খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এই ব্রিজ এলাকাবাসীর আশা পূরণ করল। উত্তর, দক্ষিণ ও পূর্ব বাকলিয়ার সাথে পশ্চিম বাকলিয়াবাসীর মধ্যে যোগযোগের সেতুবন্ধন স্থাপন করতে ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম, জহর লাল হাজারী, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, মুনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু ছিদ্দিক, মির্জা ফজলুল কাদের প্রমুখ।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট