চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর আদর্শ জাতির চেতনার বাতিঘর

পূর্বকোণ ডেস্ক

১৮ আগস্ট, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে আয়োজিত কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অন্তর্ধান জাতি শোককে শক্তিতে পরিণত করেছিল।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : সংগঠনের মহানগর, ২৫ নং রামপুর ও ২৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উল্লাহ খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সুমন দেবনাথ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রশীদ লোকমান, লুৎফুর কিরণ, জাওয়াদ চৌধুরী, ওমর ফারুক, মুজিবুর রহমান দুলাল, হালিশহর স্বেচ্ছাসেবক নেতা আমজাদ হোসেন প্রমুখ।
চন্দনাইশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন : সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে খতমে কোরান, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সভায় চন্দনাইশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এম মাহবুব চৌধুরী, চন্দনাইশ থানা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, জাকের হোসেন কমরু. যুবলীগ আহবায়ক তসলিম উদ্দিন চৌধুরী, সুজিত বড়–য়া প্রমুখ।
চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেড : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা, খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা গত ১৫ আগস্ট ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস- প্রেসিডেন্ট বেলায়েত হোসেন, কমিটি মেম্বার মোহাম্মদ মহিউদ্দিন, ওয়ালিউল আবেদীন সাকিল, সদস্যদের মধ্যে ডা. সরফরাজ খান চৌধুরী, মফিজুর রহমান, সিরাজুল হক আনসারী, দেবাশিষ পালিত, এ. কে.এম. আসাদুজ্জামান ও তিলক কুমার মল্লিক। দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দ ডা. ললিত কুমার দত্ত, ডা. ইমাম হোসেন রানা, ডা. ভাগ্যধন বড়–য়া, সাইফুল ইসলাম চৌধুরী, মাসুদ পারভেজ চৌধুরী, প্রমুখ।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল : প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়। এতে বক্তব্য রাখেন স্কুল উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব। ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনায় খতমে-কোরআন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জনতা ব্যাংক : জনতা ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিজিএম মো. হুমায়ুন কবির চৌধুরী। প্রধান অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের ডিএমডি মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার মো. কামরুল আহছান। বক্তব্য রাখেন ডিজিএমদের মধ্যে ফারুক আহমদ, মো. সিরাজুল করিম মজুমদার, মো. সরওয়ার কামাল, মো. জাকারিয়া। এজিএমদের মধ্যে বক্তব্য রাখেন রাখাল রঞ্জন নাগ, পিযুষকান্তি ভদ্র, আবদুল আলিম ও আলেয়া বেগম, বিভিন্ন স্তরের অফিসাদের মধ্যে এসপিও খোরশেদ আলম, পিও অরুণকান্তি শীল, অফিসার মো. জসিম উদ্দীন ও সিবিএ নেতা আবু তাহের জেহাদী প্রমুখ।
শিশু একাডেমি : চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় খতমে কোরআন, মিলাদ মাহফিল, সকাল ৯টায় সার্কিট হাউস থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত শোক র‌্যালি, সকাল সাড়ে ৯টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০টায় একাডেমিতে দিবসটি উপলক্ষে অনুষ্টিত জেলা প্রশাসনের আলোচনা সভায় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু একাডেমির শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। এছাড়া বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু একাডেমি মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
চট্টগ্রাম আবাহনী: চট্টগ্রাম আবাহনী লি. ও আবাহনী সমর্থক গোষ্ঠী, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে হালিশহরস্থ ক্লাব কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কমসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা। আবাহনী সমর্থক গোষ্ঠীর চট্টগ্রাম মহানগর সভাপতি নাছির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমেদ, কেন্দ্রীয় সমর্থক গোষ্ঠীর সদস্য মুসলেম উদ্দিন নোয়াব, মাইনুদ্দিন হাসান বাহাদুর, প্রধান আলোচক ছিলেন শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সেলিম আসলাম সোহেল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সমর্থক গোষ্ঠীর সদস্য গোলাম মোস্তাফা আজাদ, জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ইকবাল মোরশেদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক রাশেদ খান মেমন, মহানগর সাধারণ সম্পাদক সুফিউর রহমান টিপু, উত্তর জেলার সহ সভাপতি আলী ওসমান রাজু, ক্লাব কর্মকর্তা সাইদুর রহমান বুলবুল, সিরাজুল আলম, মু. আলমগীর, কামরুল হুদা হিমু, মু. মুনছুর, মু. আরমান প্রমূখ।
২৫ নং রামপুর ওয়ার্ড : রামপুর ওয়ার্ড কার্যালয়ের সামনে ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হ্ওয়ার পর কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাফেজ মো. আবুল কাশেম। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক কাউন্সিলর ফয়েজ আহম্মেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর লিটন। আরো বক্তব্য রাখেন হাজী আজিজুল ইসলাম, হাজী মীর আহাম্মদ সর্দ্দার হাজী আবদুল আজিম, হাজী নরুল নবী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব, মাজহারুল হক মজু, মাঈনউদ্দিন শাহ খোকন প্রমুখ।
চান্দগাঁও : থানা বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা মোহরা মৌলভীবাজার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কফিল উদ্দিনের পরিচলনায় সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সৈয়দ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক রফিকুল আলম, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম আনোয়ার মির্জা, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক। যুবলীগ নেতা আবছার খান, মো. মোহাম্মদ আরজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাফর, মো. ইসহাক, মো. ফারুক, চান্দগাঁও বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের আহবায়ক শওকত আলম, সদস্য সচিব এস এম মামুন, দোলায়ার হোসেন খোকন, পূর্ব ষোলশহর বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের আহবায়ক মনির উদ্দীন, মোহরা বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন, নগর ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মো. দেলোয়ার, মো. সাকিব।
গুল এজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় : প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও ছাত্রছাত্রীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। বিশেষ অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহের ইসলাম চৌধুরী বাবু, আবদুল মন্নান, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ম-লী, ছাত্রছাত্রী, স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য দস্তগীর আলম নসু, সদস্য সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. ইলিয়াছ চৌধুরী।
পলোগ্রাউন্ড স্কুল : নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। সভার পূর্বে শহীদদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক এস এম বোরহান উদ্দীন। বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভা প্রধান শিক্ষক মো.নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. জানে আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি মো. মেছবাহুল হক, মীর মো. আব্দুল মোন্এম, শিক্ষক কাঞ্চন কান্তি মহাজন, সৈয়দ মোহাম্মদ খালেদ, সীমা ভট্টাচার্য্য, রফরফের নূর সিদ্দিকা, শিপ্রা চৌধুরী, রাকিব হাসান, সুমাইয়া জাহান প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ : জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম (যুদ্ধাহত), এফ.এফ আকবর খান, জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা কমান্ডের বীর কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
ইউসেপ বাংলাদেশ : ইউসেপ চরচাকতাই স্কুল বিস্তারিত কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো ব্যাজ ধারন, শোক র‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ। স্কুলের সিনিয়র শিক্ষক মো: আলী ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক, চট্টগ্রাম মেধা বিকাশ স্কুল। আলোচনায় অংশগ্রহন করেন মুহাম্মদ মোবারক হোসেন,জুবাইদা সিদ্দিকা, নুসরাত জাহান,উম্মে সালমা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট