চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির  সভা

১৮ আগস্ট, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি  মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্রসমিতির  সাধারণ সভা গত ১৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় লায়ন এম শামসুল  হকের সভাপতিত্বে স্কুলে  সমিতির অফিস  কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৩ আগস্ট  শুক্রবার সন্ধ্যায় সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং কৃতী ছাত্র সংবর্ধনা ২০১৯ আয়োজনের জন্য গঠিত বিভিন্ন উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। ঈদ পুনর্মিলনীতে সকল জীবনসদস্যকে পরিবারবর্গসহ অংশগ্রহণের (একক নিবন্ধন ফি ২০০ টাকা) জন্য বিনীত অনুরোধ জানানো হয়। সংশ্লিষ্ট সকলের কাছে ব্যাচভিত্তিক এবং এককভাবে উক্ত অনুষ্ঠান সফল করার জন্য সার্বিক সহায়তা কামনা করা হয়েছে। স্কুলের ৭৮ ব্যাচের সতীর্থ তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এবং ৭৩ ব্যাচের সতীর্থ  মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং স্কুলের শিক্ষক -কর্মচারী ও চলতি বছর জিপিএ-৫ প্রাপ্ত ৩১২ জন শিক্ষার্থী এতে উপস্থিত থাকবেন। জীবনসদস্যদের  যোগাযোগ ও নিবন্ধনের সুবিধার্থে ১৭ আগস্ট হতে সমিতির অফিস প্রতদিন সন্ধ্যায়  খোলা থাকবে। সভায় খসরু  হোসেন, লায়ন  মো. আলী চৌধুরী,  জামাল নাসের চৌধুরী, এস এম ইলিয়াছ, রাশেদ চৌধুরী,  মোজাহিদুল ইসলাম,  মো. আয়ুব, রমজান আলী, আকতারউল্লাহ  চৌধুরী, মীর  মো.  মোজাফ্ধসঢ়;ফর, আবু মো. মিনার, শহীদুজ্জামান, অধ্যাপক মহিউদ্দিন  চৌধুরী, আরিফুর রহমান, এডভোকেট হাবিব ও কাউসার ইমাম জামি আলোচনায় অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট