চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা

বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির মহান কবি

পূর্বকোণ ডেস্ক

১৮ আগস্ট, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক ও শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক দেশ গঠনের রূপকার।

চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মিলিত মুক্তিযোদ্ধা কমান্ড :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৫ আগস্ট চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মিলিত মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে নগরীর রীমা কনভেনশন সেন্টারে শ্রদ্ধা, ভালোবাসা ও বিশুদ্ধতায় দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দুপুর ২টায় কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মূল অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ৩টা ১ মিনিটে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুকে নিবেদিত করে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সদস্য সচিব  মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজল আহমদ ও অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু। প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে ৮ শত শিশু-কিশোর, কবিতা-আবৃত্তিতে ১৫০ জন, সঙ্গীত প্রতিযোগিতায় ১৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় শিশু-কিশোর প্রতিযোগীদের মাঝে বিজয়ীদের পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এম.এম. মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি  মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, সাবেক এমপি মজহারুল হক শাহ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দীন,  মুক্তিযোদ্ধা এম.এন. ইসলাম,  মুক্তিযোদ্ধা ফজল আহমদ, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী, মুক্তিযোদ্ধা অঞ্জন সেন, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, নারী নেত্রী রেহানা ফেরদৌস, তানভীর আহমেদ তপু, যুবনেতা জসিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা প্রতিযোগিতায় বিজয়ীদের প্রাইজবন্ড ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ তুলে দেন প্রধান অতিথি। সন্ধ্যা ৭টায় প্রতিযোগীসহ আড়াই হাজার মুক্তিযোদ্ধা মেজবানী ভোজ গ্রহণ করেন।

বন্দর থানা আ.লীগ : বন্দর থানা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফকিরহাটস্থ মেট্রো প্লাজায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ কোম্পানী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, সাইফুল আলম চৌধুরী, মো. ইসকান্দর মিয়া, অধ্যক্ষ কামরুল হোসেন, কামাল উদ্দিন মেম্বার, হাজী আবদুল হাকিম, শাহেদ বশর, কামাল ইছাকী, হাজী মো. রফিক, সালাউদ্দিন বাদশা, জফুর আলম মজুমদার, আবদুল আজিজ, আবুল কালাম বিএসসি, কামাল কোম্পানি, এস এম ইউছুপ আলী, রিফাত আলম, দেলওয়ার হোসেন তাহের, কাইসার তালুকদার, মিজানুর রহমান মিজান, নিয়াজ আহমদ, মনির হোসেন, সরওয়ার জাহান চৌধুরী, মো. জাহাঙ্গীর, এস এম ফারুক, আলমগীর বাদশা, শামীম হাবিব রুবেল, মোজাম্মেল হক চৌধুরী, আবদুল হামিদ, মো. মুজিব, মো. মঞ্জুর আলম প্রমুখ।

জেনারেল হাসপাতাল: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. আবদুস সালাম। অতিথির বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও ভূমিকা রাখার কারনে স্বাস্থ্য খাত অনেক দূর এগিয়ে গেছে। বিনা চিকিৎসায় এখন কাউকে কষ্ট পেতে হয় না। আজকের শোককে শক্তিতে পরিণত করে স্বাস্থ্যখাত আরো এগিয়ে নিয়ে যেতে হবে। হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাহ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবদুর রব, ডা. মো. আশফাক আহমদ, ডা. বিজন কুমার নাথ, জুনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দীনেষ চন্দ্রশীল।

মুক্তিযোদ্ধা শিশু কিশোর কমান্ড, মহানগর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা শিশু কিশোর কমান্ড-চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৫ আগস্ট সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির উপ-সমবায় সম্পাদক ও মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী। মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর আলোকিত জীবনের কর্মকা-ের উপর আলোচনায় অংশ নেন বায়েজিদ খানা আ. লীগ নেতা মো. মাকসুদ চৌধুরী, ১৬ নং চকবাজার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়–য়া, ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ। এস.এম.এ কায়েসের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন মো. ইয়াছিন, মো. মহিউদ্দিন, মো. আলমগীর, মো. শামীম, মো. এয়াকুব, মো. মানিক, জামাল হোসেন, মোতালেব, নূর আলম, মো. কাশেম, মুবিনুল হক চৌধুরী, মো. এসকান্দর, রুবেল, জাহাঙ্গীর, হাসান জাহেদ, সাজ্জাদ, হাসান। সভা শেষে আবদুল্লাহ আল মামুন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে চকবাজার এলাকায় রিকশা চালকদের মাঝে রেইন কোর্ট বিতরণ করেন।

চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন : চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে গত বৃহস্পাতবার নগরীর একটি রেস্টুরেন্টে শোক সভার আয়োজন করে। সংগঠনের কার্যকরী সভাপতি মোরশেদ জাফরের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু ও আধুনিক বাংলাদেশ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন মজনু, বঙ্গবন্ধু ও আধুনিক রাজনীতি বিষয়ে আলোচনা করেন মো. নিজাম উদ্দীন শারুদ, বঙ্গবন্ধু অর্থনৈতিক দর্শন বিষয়ে আলোচনা করেন ব্যাংকার কায়েস চৌধুরী, বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করেন দৈনিক আজাদীর সহ সম্পাদক রেজাউল করিম। শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা নুরুল আজিম চৌধুরী। দোয়া মাহফিলের মাধ্যমে সভা শেষ হয়। বক্তব্য দেন প্রাবন্ধিক মর্জিনা আকতার, আহমেদুল আলম রাসেল, আনোয়ার শহীদ, সদরুল আমিন, জিয়াউল আলম, দোলন আচার্য্য, তপন শীল, রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়াও ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম কলেজ প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে সম্প্রীতি মেলা বিষয়ে। জিইসি কনভেনশন হলে দিনব্যাপী সম্প্রীতি মেলায় অংশ নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আগামী সপ্তাহ থেকে  নগরীর নুর আহমদ সড়কস্থ মেট্রোপোল চেম্বারে সম্প্রীতি মেলার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। সম্প্রীতি মেলায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি একক-১ হাজার টাকা, দম্পতি-১৮শ টাকা, সন্তান প্রতিজন (৮ বছরের নিচে) ৮শ টাকা, অতিথি ১হাজার টাকা। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান কার্যক্রমে  সকাল ৯টা হতে শুরু হওয়া ১ম পর্বে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী চট্টগ্রাম কলেজের মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের  সদস্যদের নিয়ে বিশেষ আয়োজন। দ্বিতীয় পর্বে রয়েছে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গান। তৃতীয় পর্বে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ডের গান। এছাড়াও রয়েছে ক্যাডেট ফোরাম, চট্টগ্রামের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় কার্যক্রম ও সম্প্রীতি মেলার অন্যতম প্রধান আকর্ষণ র‌্যাফল ড্র। এবারের সম্প্রীতি মেলার অন্যতম উদ্দেশ্য সম্প্রীতি, বিনোদন, কল্যাণে প্রাক্তন ও বর্তমান সতীর্থদের জন্য ১ কোটি টাকার তহবিল গঠন করা।

খলিল মীর কলেজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জহিরুল হক চৌধুরী, অধ্যাপক কল্যাণী ঘোষ, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক সৈয়দা রাজিয়া বেগম, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক তাহেরা বেগম, অধ্যাপক শেলী রাণী শীল, অধ্যাপক নাজিম উদ্দিন, অধ্যাপক প্রণব কুমার বড়–য়া ও প্রদর্শক তপন কুমার নাথ। দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যাপক সৈয়দ ফরমান উল্লাহ।

চাম্বল উচ্চ বিদ্যালয়: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৯ টায় দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় চাম্বল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এহেছান উল্লাহ। প্রধান অতিথি ছিলেন মহিলা আ. লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নূর হোছাইন তালুকদার এবং আব্দুল মান্নান। শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক দিদারুল ইসলাম, রুহুল কাদের এবং সহকারী শিক্ষক মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা প্রফেসর শেখ ফরিদ, মুক্তিযোদ্ধা  হাবিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কর্ণফুলী উপজেলা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট কর্ণফুলী উপজেলা বড়উঠান গ্রামে বিশিষ্ট আইনজীবী বদরুল হক খানের বাসভবনে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাজ্জাদ খান সুমন। সভা পরিচালনা করেন জিহান উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন জিয়াউল হক খান। বিশেষ অতিথি ছিলেন হেমায়েতুল ইসলাম মুন্না। উপস্থিত ছিলেন কায়ছারুজ্জামান খান ফারুক, মাইমুনুল ইসলাম, জহিরুদ্দিন টিটু, সাইফুদ্দিন পিয়াস, সেলিম উল্লাহ, মেজবাহ, শাহেদ, রাব্বি, মাইনু, সামি, সরোয়ার, সোহেল, রিয়াদ, হুমায়ন প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা সরোয়ারুল আলম কাদেরী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব স্মৃতি পরিষদ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। গত ১৫ আগস্ট চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর এক সংক্ষিপ্ত শোক সভা পরিষদের সভাপতি আশীষ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ২৪ নং ওয়ার্ড আ. লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এহছানুল আজিম লিটন, পরিষদের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, মাকসুদুর রহমান, অপূর্ব কুমার দত্ত, রেজাউল করিম মিলন, সাংগঠনিক সম্পাদক ইমন সরকার প্রমুখ। সভা শেষে এক শোক র‌্যালি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গোসাইলডাঙ্গা ওয়ার্ড আ. লীগ : ইতিহাসের রাখাল রাজা, জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গত ১৫ আগস্ট কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। এরপর দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন মহানগর কমিটি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা গত ১৬ আগস্ট সকাল ১১ টায় হোটেল পেনিনসুলায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি মো. হান্নানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন মো. সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন এস কে সাগর, মুক্তিযোদ্ধা ও প্রজন্ম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সুশান্ত বিমল দেব লিটন, মো. জাকির হোসেন চৌধুরী, মো. খোরশেদ আলম, মো. আব্দুল খালেক, মো. সালাউদ্দিন, আজালা জল দাশ মো. তৈহিদ প্রমুখ।

পাহাড়তলী থানা আ. লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট বাদ আছর পাহাড়তলী থানা আওয়ামী লীগের উদ্যোগে আব্দুল আলীর হাট জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আফছার মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নঈমুদ্দিন চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন মোজাফ্ধসঢ়;ফর আহম্মদ মাসুম, কামাল উদ্দীন মাস্টার, আব্দুল হালিম মেম্বার, আনোয়ার জাহির তানভীর, মো. নুরুন্নবী, মো. সেলিম সেকান্দর, মুজিবর রহমান মনা, আবু তাহের, মো. রফিক মিয়া, মো. সৈয়দ খান প্রমুখ।

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আ. লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গত ১৫ আগস্ট ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্যদের আয়োজনে বাদে আছর বড়মিয়া মসজিদ প্রাঙ্গণে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন বড়মিয়া জামে মসজিদের খতিব মৌলানা আক্তার হোসেন এবং এতে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাবেক কাউন্সিলর শহিদুল আলম।

উপস্থিত ছিলেন জাফর আহমদ চৌধুরী, এস এম আবুল কালাম, মো. মুছা, মো. সোয়েব খালেদ, মো. জসিম উদ্দিন, এডভোকেট সৈয়দ জানে আলম, ইব্রাহিম মো. সোহেল, মো. আনোয়ার, ওয়াহিদুল ইসলাম কিরণ, পেয়ার আহমদ, মো. বেলাল উদ্দিন, নাজিম দেওয়ান, মো. জিয়া। শেষে উপস্থিত সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।

পেরেন্টস্ধসঢ়; কেয়ার স্কুল : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পেরেন্টস্ধসঢ়; কেয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে ১৫ আগস্ট স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল স্কুলের অধ্যক্ষ ডা. জহরলাল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ডা. এম এ ফজল, সিনিয়র শিক্ষিকা জোহরা আবজুন শিউলি, রেভা দাশ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা নিপা ধর, সুস্মিতা মুহুরী, হোসাইন আহমেদ, জাবেদ ইসলাম প্রমুখ।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ :সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সনাতন ধর্মাবলম্বী সদস্যদের উদ্যোগে এক প্রার্থনা নগরীর চট্টেশ্বরী কালী মন্দিরে অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রতন কুমার রায়ের সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

এডভোকেট কানুরাম শর্ম্মার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শোক সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক এডভোকেট মো. আইয়ুব খান, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট তুষার সিংহ হাজারী, বিশেষ আলোচক ছিলেন এডভোকেট কেশব চন্দ্র নাথ, এডভোকেট শংকর প্রসাদ দে, এডভোকেট প্রণব মজুমদার, এডভোকেট ভুপাল চৌধুরী, এডভোকেট চন্দন তালুকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর আইনজীবী নিতাই চন্দ্র দাশ, এডভোকেট সুজিত কুমার দে, এডভোকেট তুহিন গাঙ্গুলী, এড. তপন কুমার দাশ, এড. অর্পিতা দাশ, এড. সংগীতা কর. এড সৈকত দাশগুপ্ত, এড. রিংকু দাশগুপ্ত, এড. রূপম রায়, এড বিশ্বজিত চক্রবর্ত্তী, এড. ধীমান দত্ত, এড. ছোটন দাশ, কর আইনজীবী অভীক কাননগো, এড. টিপু শীল জয়দেব, এড. রাসেল সরকার, এড. মিলন নাথ প্রমুখ।

্হনংঢ়;

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট