চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সততা ট্রেডার্সের গুদামে ৫০০ বস্তা চিনি, অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২২ | ৮:৪৪ অপরাহ্ণ

নগরীর হালিশহরে সততা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের গুদামে ৫০০ বস্তা চিনি মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ এ অভিযানের নেতৃত্ব দেন।

 

তিনি জানান,  আগের দামে কেনা প্রায় ৫০০ বস্তা চিনির মজুদ করে রাখে দোকানের মালিক। যার পাইকারি ক্রয়মূল্য প্রতিকেজি ৯০ টাকা। কিন্তু এখন এসব চিনি বিক্রি করা হচ্ছে ১০৭ টাকা কেজিতে। যা সরকারের নতুন নির্ধারণ করা দামের চেয়ে ৫ থেকে ৮ টাকা বেশি।  এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট