চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন স্থানে সভায় বক্তারা

বঙ্গবন্ধু বাংলার ইতিহাসে চিরঞ্জীব

মফস্বল ডেস্ক

১৮ আগস্ট, ২০১৯ | ১২:৪৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালনে উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাংলার ইতিহাসে চিরঞ্জীব। যুগের পর যুগ তিনি বেঁচে রবেন বাঙালিদের হৃদয়ে।
চন্দনাইশ উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা কানম রূপা, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু প্রমুখ।
খাগড়াছড়ি পৌরসভা: নিজস্ব সংবাদদাতা জানান, পৌরসভা হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেয়র মো. রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্লাহ মারুফ ও অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুর রশিদ, সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সম্পাদক ইউনুছ মিয়া, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালা উদ্দিন প্রমুখ।
রামগড়: নিজস্ব সংবাদদাতা জানান, রামগড়ে উপজেলা প্রশাসন ও আ.লীগ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে পরিষদ প্রাঙ্গণ থেকে শোক র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্যে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার আলি ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত রেহানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ তারেক মো. আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, পৌরসভার কাউন্সিলর বাদশা মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য একেএম আলীম উল্লাহ, উপজেল মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম, উপজেলা আ.লীগের আহ্বায়ক ইউপি চেয়রম্যান শাহ আলম মজুমদার, সাবেক সভাপতি মোস্তফা হোসেন, ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ফয়েজ আহম্মদ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল ফরায়েজী প্রমুখ।
রাউজান উপজেলা ছাত্রলীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবু মোরশেদ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, উপ-সমাজসেবা সম্পাদক বেলাল হোসেন, ফহিম, আবদুর রহমান রবি, মনছুর, মামুন, নুরুল হাসনাত বাবু প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসন ও পরিষদের উদ্যোগে শোক র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি অধ্যাপক শফি উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক্, উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, শামীমা আক্তার গুন্নু, সদর ইউপি ও উপজেলা আ.লীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, আ.লীগ সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত কান্তি সেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. ছলিম, রফিকুল ইসলাম, শামীম ইকবাল চৌধুরী, সিরাজুল হক, আব্দুস সাত্তার, সাইফুদ্দীন মামুন শিমুল, রেজাউল করিম, ইরফান মাহাবুব রায়হান, মুমিনুল আলম মুমু, ফরিদ উল্লাহ প্রমুখ।
রোয়াংছড়ি উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিশেষে রোয়াংছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। একাডেমিক সুপারভাইজার নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংহ্লাপ্রু মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজির আজাদ প্রমুখ।
পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়নের প্রত্যেক মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুস ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজম খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মনজুর মোর্শেদ খসরু, আবদুল মালেক, জিন্নাত আলী, আজিজুল হক আলকাদেরী, আবু তৈয়ব, আনোয়ার হোসেন, মাহাবু, বদি আলম, সাহাবু প্রমুখ।
লামা উপজেলা প্রশাসন: নিজস্ব সংবাদদাতা জানান, প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালিশেষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। অতিথি ছিলেন সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মিলকি রাণী দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান প্রমুখ।
ফটিকছড়ি উপজেলা কৃষক লীগ: সংগঠনের উদ্যোগে মাইজভা-ার দরবার শরীফে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মোতাহের হোসেন বাবুল। মুনাজাত পরিচালনা করেন মাওলানা খোকন মনসুর। প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি শাহজান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, কৃষকলীগ নেতা আহমদ আলী, আলমগীর, জাহাঙ্গীর, আবুল কালাম, দুলাল খান, জামাল মিয়াজী, তৌহিদ, এমরান, লিটন, মুজিবুর রহমান, তসলিম উদ্দীন, আলী হায়দার বাবলু, সাজ্জাদ খান মিরাজ, রোবেল খান, বখতেয়ার প্রমুখ।
সরফভাটা ইউনিয়ন পরিষদ: কাপ্তাই সংবাদদাতা জানান, পরিষদের আয়োজনে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আ.লীগ সভাপতি আবদুর রউফ মাস্টার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি নবীর হোসেন তালুকদার, জসিম উদ্দিন, এনায়েতুর রহিম, ইউনুচ, আবুল কালাম, সাইদুর রহমান তালুকদার, খাইরুজ্জামান, আবদুর সবুর, খোরশেদ আলম সুজন, শওকত উল আলম, আবু তাহের, সিরাজুল ইসলাম, আহসান উল্লাহ, আনোয়ার হোসেন, অনন্ত মার্মা, আলী তালুকদার, শহিদ, সেলিনা আক্তার, শিরিন আক্তার, মাহবুব সিকদার, সাইফুল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট