চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চমেক হাসপাতালে আরো ২০ ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০১৯ | ৩:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজ শনিবার (১৭ আগস্ট) নতুন ২০ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন ১১৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে গেছেন ৮ জন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১২৬ জন।

এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৪৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬৮ জন।

এদিকে শুক্রবার (১৬ আগস্ট) হাসপাতালে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গুরুতর অসুস্থ ২ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত ২ জনকে আইসিইউতে রাখা হয়েছে।  চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। শতাধিক শয্যার ওয়ার্ডটি রোগীতে কানায় কানায় পূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করেছে। সার্বক্ষণিক ওয়ার্ডে চিকিৎসকরা রাউন্ড দিচ্ছেন। মেডিকেল টিম নিয়মিত কাজ করছে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট