চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্বাভাবিক জীবনে ফেরা জলদস্যু নাসির হত্যার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যু মো. নাসির হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১১টায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

গ্রেপ্তাররা হলেন-কক্সবাজারের পেকুয়া উপজেলার পণ্ডিতপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মো. সাকের হোসেন (৫৫) ও একই গ্রামের ছাবের আহমেদের ছেলে জাহেদুল ইসলাম (২৫)। মঙ্গলবার দুপুরে তাদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ২০১৮ এবং ২০২০ সালে মোট ৭৭ জন কুখ্যাত জলদস্যু র‍্যাবের হাতে আত্মসমর্পণ করেন। পরবর্তী সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। জলদস্যু নাসিরও আত্মসমর্পণ করে আলোর পথের যাত্রী হয়েছিলেন। গত ৩০ অক্টোবর দুষ্কৃতকারীরা নাসিরকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নাসিরের স্ত্রী বাদী হয়ে পেকুয়া থানায় মামলা করেন। মামলার এজাহারনামীয় ও ঘটনার অন্যতম পরিকল্পনাকারী সাকের হোসেন ও জাহেদুল ইসলামকে চট্টগ্রামের চান্দগাঁও থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা নাসির হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট