চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২ | ৩:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার রসুলবাগে ৮ মাস আগে হত্যার শিকার হয় ইমরান নামে এক যুবক। আট মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কোনও আসামি। ছেলে হত্যার বিচার চেয়ে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত ইমরানের মা আছিয়া বেগম।

 

সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

 

তিনি বলেন, ‘চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আসামি মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, খোকন দুপুরের দিকে আমার ছেলের মোবাইলে ১৬ বার কল দেয়। পরে তাদের বারবার ফোনে বিরক্ত হয়ে আমার ছেলে বাসা থেকে বের হয়ে সন্ধ্যা ৬টায় বাসায় ফিরে আসে। এরপর আবার বের হতে চাইলে কোথায় যাচ্ছে জানতে চাই। জবাবে ছেলে বলে, নাজিম, জাহাঙ্গীর ও খোকন আমার মোবাইল রেখে দিয়েছে। তাদের সাথে দেখা করতে হবে। এরপর ফিরেছে লাশ হয়ে। এ ঘটনার ৮ মাস পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার বিচার পাইনি। সে আমাকে প্রায় সময় বলতো, আম্মু ছেলেগুলো আমাকে সবসময় বিরক্ত করে। আমার কাছে টাকা চায়।’

 

তিনি অভিযোগ করে বলেন, ‘বাকলিয়া থানার সাবেক ওসি সেদিন আমার মামলা নেয়নি। ঘটনার দিন আসামিরা থানায় উপস্থিত ছিলো। কিন্তু অজানা কারণে আসামিদের গ্রেপ্তার না করে ছেড়ে দেয়। আমার ছেলের মৃত্যুর পরেও আসামিরা বাসায় এসেছে, তারা নাকি আমার ছেলের কাছ থেকে টাকা পেত। তবে বাকলিয়া থানার বর্তমান ওসি আমাকে অভয় দিয়ে বলেছেন, তিনি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবেন।’

 

সংবাদ সম্মেলনে নিহত ইমরানের ছোট বোন জেসমিন আখতার, আনোয়ারা উপজেলার দুই ইউপি সদস্য মো. আবু জাফর চৌধুরী মিজান ও শহীদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট