চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নিত্য লোডশেডিংয়ে দুর্ভোগ চান্দগাঁওয়ে

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

চান্দগাঁওয়ে বিদ্যুতের লোডশেডিং নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন পরপরই শাট-ডাউন দিয়ে দীর্ঘক্ষণ বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়। সামান্য বৃষ্টি বা বাতাস হলেই ত্রুটি দেখা দেয় লাইনে। একবার লাইনে ত্রুটি দেখা মানেই দুদিন বিদ্যুৎ না থাকা। আবার এ নিয়ে অভিযোগ করারও উপায় নেই বিদ্যুতের সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে। বিদ্যুৎ সমস্যার পর অভিযোগের নম্বরে ফোন করলে লাগাতার ব্যস্ত (বিজি) পাওয়া যায়। এলাকার বিদ্যুৎ সমস্যা নিয়ে স্থানীয় শওকত হোসেন বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে দারুণভাবে। বিদ্যুতের অভাবে পানি পাওয়া যায় না। গরমের মধ্যে থাকতে হয় অস্বস্তিকর অবস্থায়। মাঝে মধ্যে হাই-ভোল্টেজ, লো-ভোল্টেজের সমস্যা দেখা দেয়। এতে ইলেক্ট্রনিক্স সামগ্রীর ক্ষতি হয়। আমরা এর প্রতিকার চেয়েও কোনো ফল পাচ্ছি না। এলাকায় বিদ্যুতের সমস্যা হলে কালুরঘাট বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে অভিযোগ

করলেও কাউকে পাওয়া যায় না। ফোন নম্বরটি সবসময় ব্যস্ত থাকে। আমরা আমাদের এলাকার বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান চাই।
স্থানীয় আরেক বাসিন্দা আবসার বলেন, এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বড় উদাসীন। সরকার যেখানে বিদ্যুৎ সমস্যা সমাধানে আন্তরিক সেখানে চান্দগাঁও এলাকার বিদ্যুৎ সমস্যার সমাধানে কোন কার্যকর উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। বিদ্যুৎ নিয়ে অভিযোগ করলেও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বিরক্তবোধ করেন। এলাকার বিদ্যুৎ সমস্যা নিয়ে আরো অনেকের সাথে আলাপ করলে তারা সবাই একই ধরনের অভিযোগ করেন। এলাকাবাসীর দাবি, চান্দগাঁও এলাকায় বিরাজমান বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চরম দুর্ভোগের হাত থেকে বাসিন্দাদের রেহাই দেয়া হোক।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট