চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইউএই ফটিকছড়ি নারায়ণহাট জনকল্যাণ পরিষদের পুনর্মিলনী

১৭ আগস্ট, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে ফটিকছড়ি নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে গণজাগরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে।
গত বৃহস্পতিবার জবল তারেক রেস্টুরেন্টে ফটিকছড়ি নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সংগঠনের যুগ্ম আহবায়ক মুহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে এবং মুহাম্মদ ওসমাণ গনী জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ম-লীর সদস্য মুহাম্মদ শফিউল আজম বাদশা। এতে বক্তব্য রাখেন মুহাম্মদ সাখাওয়াত হোসেন রাসেল, মুহাম্মদ লোকমান হোসেন, মুহাম্মদ শফিউল আজম, অনুপম কার, বাবুল হোসেন, আশরাফুল হক লিমন, আরবান আলী, মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ সেলিম উদ্দীন, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ এয়াকুব প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট