চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে স্বপ্নবিলাস স্কুলের বর্ষপূতিতে ড. জিল্লুর

আগামী বাংলাদেশ হবে যোগ্য মানুষের বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

১৭ আগস্ট, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, উদ্যোমী শক্তি কমে গেলে কর্মস্পৃহা কমে যাবে। তরুণ-তরুণী, স্থানীয় নেতৃত্ব, জনপ্রতিনিধিদের সমন্বয়ে দেশ ও সমাজ এগিয়ে যাবে। তরুণ প্রজন্মকে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হিসেবে দেখতে চাই। তরুণদের মাধ্যমে বাংলাদেশ নানাভাবে উন্নত হচ্ছে। আগামী বাংলাদেশ হবে যোগ্য মানুষের বাংলাদেশ। গ্রাম হবে শহর, বিদেশীদের আনাগোনা শুরু হবে এ গ্রামে। স্বপ্ন বিলাসের সূত্র ধরে নতুন নতুন আলোচনা ও ভাবনা হবে। দেশে যেভাবে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ হচ্ছে, তা সঠিকভাবে নির্মাণের জন্য রাজমিস্ত্রীদের প্রশিক্ষণ দিতে হবে। একই সাথে ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক চাষীসহ বিভিন্ন পেশার মানুষকে প্রশিক্ষণ দেয়া যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। গতকাল বিকালে উপজেলা বরকল স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের ২য় বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান আলোচক ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি এম এ ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি নেতা প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, সুস্থ নারী সংস্থার চেয়ারম্যান সাদিয়া আহমেদ, আমেরিকা প্রবাসী প্্রফেসর প্রকৌশলী আদনান মোর্শেদ, পিপিআরসি’র তরুণ গবেষক ওমামা জিল্লুর, চন্দনাইশ সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ। সাংবাদিক গোলাম সরওয়ার ও শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মো. সাইফুদ্দিন। পরে প্রধান অতিথি উত্তর বরকল এলাকায় তার মাতা জোহরা বেগম গণ-পাঠাগার ও তথ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে সকালে আমরা কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট