চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরীতে নিরাপত্তা জোরদার

১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গুরুত্বপূর্ণ স্থাপনা, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আশপাশ, আদালত ভবন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যা থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।
কাজীর দেউড়ি মোড়ে সন্ধ্যায় চেকপোস্ট পরিচালনা করেন সিএমপির কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমার নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশ। তিনি বলেন, কোতোয়ালী থানা এলাকায় চারটি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আশপাশ এলাকায় ব্লকরেড চালানো হচ্ছে। সিএমপি জানায়, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনাকে কেন্দ্র করে পুরো সিএমপি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আশপাশ, আদালত ভবন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট