চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

১ সেপ্টেম্বর বরণ অনুষ্ঠান

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মতবিনিময় সভা

১৭ আগস্ট, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪১ বরণ অনুষ্ঠান আগামী ১ সেপ্টেম্বর রবিবার দুপুর ২টা থেকে নগরীর লালদিঘি মাঠে অনুষ্ঠিত হবে। দেশাত্মবোধক, হামদ, নাতে রাসূল (দ), গজল, মাইজভা-ারী সঙ্গীতসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে হিজরি ১৪৪০ কে বিদায় এবং নববর্ষ ১৪৪১ কে বরণ করে নেবেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও শিল্পীবৃন্দ। হিজরি নববর্ষ বরণ উপলক্ষে সাংস্কৃতিক কমিটির মতবিনিময় সভা গত ১৪ আগস্ট বিকালে মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সাংস্কৃতিক সচিব শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম সাংস্কৃতিক সচিব শায়ের মুহাম্মদ মঈনুদ্দীন কাদেরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শায়ের মুহাম্মদ ছালামত রেযা কাদেরী, শায়ের মুহাম্মদ শরফুদ্দীন মোবারক, শায়ের মুহাম্মদ নাঈম রেযা কাদেরী, শায়ের ওসমান গনী কাদেরী, শায়ের মুহাম্মদ বাহা উদ্দিন কাদেরী, শায়ের মুহাম্মদ সাহেদ হাসান রেজা কাদেরী, শায়ের মুহাম্মদ মাসুদ হাসান প্রমুখ। সভায় বক্তারা আগামী ২০ আগস্ট বিকাল ৩টায় মুরাদপুরে এসএন টাওয়ার কার্যালয়ে হিজরি বর্ষবরণ সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট