চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের একজনসহ দেশে আরও ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২২ | ৭:৪৫ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন চট্টগ্রামের। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময়ে নতুন করে দেশে ৭৯৬ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে চট্টগ্রামের ৭৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪৪ জন।

বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৯৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫৯ জন এবং অন্যান্য জেলার ৩৩৭ জন।

 

অন্যদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আর্য দত্ত নামে সাত বছর বয়সী এক শিশু মারা গেছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৭১ জনে। আক্রান্তদের বেশিরভাগই নগরীর বাসিন্দা। চলতি বছর চট্টগ্রামে ২০ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ২১ জুন দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। সেপ্টেম্বর মাসের শুরু থেকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট