চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩ লাখ টাকার বিদেশি মুদ্রা জব্দ

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২২ | ১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকার বিদেশি মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় ওই যাত্রীর কাছে পাওয়া যায় ছয়টি মোবাইল ফোন।

 

শনিবার (৫ নভেম্বর) ভোর ৬টায় শারজাহগামী ফ্লাইট এয়ার এরাবিয়ার জি-৯-৫২৭ এর মোহাম্মদ আলী নামে এক যাত্রীর ব্যাগ থেকে এসব মুদ্রা জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ।

 

তিনি পূর্বকোণকে বলেন, ভোরে সাতকানিয়ার আফজাল নগরের বাসিন্দা বিমানযাত্রী মো. আলীকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা) জব্দ করা হয়। একইসঙ্গে তার কাছে পাওয়া যায় ছয়টি মোবাইল ফোনও।

 

তিনি আরও বলেন, ওই যাত্রী ২০২২ সালে মোট ছয়বার আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এর আগেও বিদেশি মুদ্রা পাচার করেছেন বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট