চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০১৯ | ৫:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ বাবুল (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আজ শুক্রবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

বাবুল টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার আনোয়ার হোছেনের ছেলে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ পূর্বকোণকে বলেন, উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া পাহাড়ে বাবুলের বাড়িতে মাদক ব্যবসায়ী অবস্থানের খবরে ভোরে অভিযানে যায় পুলিশের একটি টিম। এ সময় বাবুলসহ মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর মাদক কারবারীরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান জরুরি বিভাগের চিকিৎসক। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি বলেন, মাদক কারবারীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, আট রাউন্ড কার্তুজ, সাত রাউন্ড কার্তুজের খোসা ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাবুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ স্বাস্থ্য-কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ জানি আলম জানান, পুলিশ ভোরে এক ব্যক্তিকে নিয়ে আসেন। তার শরীরে গুলির আঘাত ছিল এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট