চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

যুবলীগের প্রস্তুতি সভার আগে হাতাহাতি, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২২ | ১১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের নিচে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে এই হাতাহাতি হয়। এ সময় প্রেস ক্লাবের সামনে রাখা স্থানীয় একটি দৈনিক পত্রিকার চিঠির বাক্স ভাঙচুর করা হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ১১ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের কর্মসূচিতে চট্টগ্রামের যুবলীগের নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। দুপুর পৌনে ১২টায় দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন।

এ সময় দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। হাতাহাতিতে জড়িয়ে পড়া পক্ষ দুটি নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী বলে অভিযোগ পাওয়া গেছে।

তারা দুজনই নগর যুবলীগের আগামী কমিটির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। তবে হাতাহাতির অভিযোগ অস্বীকার করেছেন তাদের অনুসারীরা।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট