চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম বিজনেস ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২২ | ৫:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে আরো বেশি কাজে লাগাতে এবং নীতিনির্ধারকদের আরো বেশি দৃষ্টি আকর্ষণ করতে আত্মপ্রকাশ করেছে ঢাকায় চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম বিজনেস ফোরাম ঢাকা।

 

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বিজনেস ফোরামের উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী ও চট্টগ্রামের মানুষ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিজনেস ফোরামের আহ্বায়ক মুহাম্মদ নাসির।

 

প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘চট্টগ্রামের ব্যবসায়ীরা ঢাকায় একতাবদ্ধ হয়ে একটি ফোরাম করেছে জেনে আমার খুব ভালো লাগছে। বর্তমান সরকার চট্টগ্রামের আন্তর্জাতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বড় বড় প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, বে টার্মিনাল, মেরিন ড্রাইভ রোডসহ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে। চট্টগ্রামের ব্যাবসায়ী যারা ঢাকায় থাকেন তারা নিয়মিত চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করলে চট্টগ্রাম তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’

 

অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এম এ তাহের, সদস্য সচিব সোহেল সদরসহ অন্যরা। অনুষ্ঠানে বিজনেস ফোরামের মাধ্যমে ব্যবসায়ীরা ব্যাবসা বাণিজ্যের উন্নয়নে নিজেদের মধ্যে আলাপ আলোচনার পাশাপাশি চট্টগ্রামের শিক্ষার্থীদের পড়াশুনা, ক্যারিয়ার উন্নয়নে সহযোগিতা করবে।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মুসলিম চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের এডভাইজার ব্যাংকার মুহাম্মদ আলীসহ অন্যরা। অনুষ্ঠানে মন্ত্রীকে বিজনেস ফোরামের সদস্য করা হয়। ঢাকাস্থ চট্টগ্রামের যেকোনো ব্যাবসায়ী এই ফোরামের সদস্য হতে পারবেন বলে অনুষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট