চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চান্দগাঁওয়ে ২০ জুয়াড়ি ধরা, ৩২ হাজার টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১ নভেম্বর, ২০২২ | ৪:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডের একটি ঘর থেকে ২০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ১১০ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।

 

সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. মনসুর (২৮), ইয়ার মাহমুদ (৪০), মো. শাহিন মিয়া (২৪), তোফাইল আহমদ (২৬), সাজ্জাদ চৌধুরী, মো. সোহাগ (৩০), মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. আবু তালেব (৩৪), মো. ইসমাইল (৩১), নুর মোহাম্মদ (৩৫), কামাল হোসেন (২৮), মো. দিদারুল ইসলাম ইরফান (৩১), মো. নাছির (২৫), মো. আজিজ (৩২), মো. মানিক হোসেন (৪২), সুমন দাশ (৩৫), আব্দু রহমান (৫০), আব্দুছ সাত্তার (৩৯), এনামুল হক (৪৩) ও আহম্মদ আজাদ (৪০)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইস্পাহানি জেটি রোডের একটি সেমিপাকা ঘরে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৩২ হাজার ১১০ টাকা ও তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলায় রুজু করা হয়েছে। আজ (মঙ্গলবার) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট