চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঋণের বোঝা, মহেশখালীতে লবণচাষীর আত্মহত্যা

মহেশখালী সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২২ | ১:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে আব্দু শুক্কুর (৪৫) নামের এক লবণচাষী বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার কুতুবজোমের বরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দু শুক্কুর উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা গ্রামের মৃত মোহাম্মদ আমিনের ছেলে।

 

জানা যায়, প্রায় এক যুগ ধরে আব্দু শুক্কুর লবণ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু প্রায়ই লোকসানের কারণে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে পারেন নি তিনি। বরং ঋণগ্রস্ত হয়ে পড়েন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায় ঋণের চাপ সইতে না পেরে আব্দু শুক্কুর আত্মহত্যা করেছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাজ না থাকায় তিনি ঋণ পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদারদের চাপের মুখে পালিয়ে বেড়াচ্ছিলেন। পরিশোধের কোন পথ না পেয়ে সকলের অগোচরে ভোরে বিষপান করে তিনি আত্মহত্যা করেন।’

পূর্বকোণ/আর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট