চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে ৪৫ লাখ টাকার মেডিকেল ইকুইপমেন্ট আত্মসাৎ, মূলহোতা ধরা

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২ | ৬:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামে ৪৫ লাখ টাকার মেডিকেল ইকুইপমেন্ট আত্মসাতের ৪৮ ঘণ্টার মধ্যে মূলহোতা মো. সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আত্মসাৎ করা সকল মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমন মাদারিপুর জেলার নয়াকান্তি ইউনিয়নের মৃত আক্কাসের ছেলে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে তাকে নগরীর চট্টেশ্বরী মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের মজুমদার। তিনি বলেন, কাজী মোহাম্মদ গোলাম মোস্তফা কার্ডিয়াক কেয়ার নামে একটি মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং অফিসার ও চট্টগ্রাম প্রতিনিধি। কার্ডিয়াক কেয়ারের ঢাকা অফিস থেকে ৫৮টি প্রতিস্থাপন যোগ্য হার্টের রিং চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল সেন্টারের জন্য পাঠানো হয়। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। গত ২৪ অক্টোবর তিনি এসব মালামাল গ্রহণ করতে কাজির দেউড়ির এসএ পরিবহন অফিসে যান। সেখান থেকে মালামালগুলো নিয়ে সিএসসিআর হাসপাতালে যাওয়ার জন্য একটি রিকশা ভাড়া করেন। চট্টেশ্বরী মোড়ে আসার পর রিকশাচালক হঠাৎ রিকশা বিকল হয়ে গেছে বলে ঠিক করার জন্য তাকে নামতে বলেন। তিনি নেমে রাস্তার একপাশে দাঁড়ালে একলোক তার সাথে ধাক্কা লাগিয়ে তর্কাতর্কি শুরু করেন। তিনি কিছু বুঝে উঠার আগেই চোখ ঘুরিয়ে দেখেন রিকশাচালক নেই। তিনি মালামালগুলো ফেরত পেতে সিএসসিআরও এসএ পরিবহন অফিসে যান। পরে মালামালাগুলো না পেয়ে তিনি থানায় মামলা দায়ের করেন। ৪৮ ঘণ্টার মধ্যে চট্টেশ্বরী মোড় থেকে অভিযান চালিয়ে মূলহোতা সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে- কোতোয়ালী থানা এলাকা থেকে আত্মসাতকৃত সকল মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট