চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সিত্রাংয়ের তাণ্ডবে চট্টগ্রামে ডুবে গেল ড্রেজার, সাগরে নিখোঁজ ৮

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২২ | ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সাগরে বালু উত্তোলনের একটি ড্রেজার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ৮ শ্রমিক। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- শাহীন মোল্লা (৩৮), ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আল-আমিন (২১), তারেক ও বশর (৪৫)।

 

স্থানীয়রা জানান, ড্রেজারটি উপজেলার বসুন্ধরা বেড়িবাঁধ থেকে আনুমানিক এক হাজার ফুট দূরত্বে ছিল। বালু উত্তোলনকারী শ্রমিকরা দিন-রাত ড্রেজারে অবস্থান করে থাকে। সেখানে তাদের জন্য খাওয়া-দাওয়া ও ঘুমের ব্যবস্থা আছে। ঘটনার সময় ওই ড্রেজারে ৯ শ্রমিক অবস্থান করছিলেন। সেখান থেকে ছালাম নামে এক শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও বাকিরা ড্রেজারেই ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সাগরে পানির উচ্চতা বৃদ্ধি ও ঝড়ো হাওয়ায় বালু উত্তোলনের ড্রেজার মেশিনটি পানিতে ভেসে যায়। আমরা বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করেছি। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট