চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিত্রাং মোকাবিলায় সন্দ্বীপে ১১২টি আশ্রয় কেন্দ্র উপজেলা প্রশাসনের

সন্দ্বীপ সংবাদদাতা

২৪ অক্টোবর, ২০২২ | ৭:৩১ অপরাহ্ণ

সন্দ্বীপে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১২ টি আশ্রয় কেন্দ্র ও ৪টি মুজিবকিল্লা প্রস্তুত রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য ১৬টি চিকিৎসক টিম ও সরকারি হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। জনসাধারণকে মাইকিং করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রচারণা চালানো হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ আশ্রয়কেন্দ্র, চিকিৎসক টিম, স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত করা হয়েছে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় উপজেলায় ১১২ টি আশ্রয় কেন্দ্র ও ৪টি মুজিবকিল্লা প্রস্তুত রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য ১৬টি চিকিৎসক টিম ও সরকারি হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপজেলার ৩টি বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজের জন্য ২৯২০ জন সিপিপির স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোতে উদ্ধার টিম গঠন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে উদ্ধার কর্যক্রমের জন্য ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে উপজেলার দক্ষিণাংশের বঙ্গোপসাগরের মোহনার মুখে সারিকাইত ইউনিয়নের ভাঙ্গা বেড়িবাঁধে বস্তা দিয়ে মেরামত করা হয়েছে। উপজেলা পরিষদে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। আশ্রয়কেন্দ্র, চিকিৎসা ও উদ্ধারকারী টিম প্রস্তুত এবং শুকনো খাবারের মজুদ রাখা হয়েছে।

 

পূর্বকোণ/নরোত্তম/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট