চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতে ২২ জেলেকে লাখ টাকা জরিমানা

বাঁশখালী সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২২ | ৬:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২২ জেলেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়। 

 

রবিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান। অভিযানে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

 

উপজেলা সহকা‌রী ক‌মিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান বলেন, বঙ্গোপসাগরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার দায়ে ২২ জেলেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়। 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট