চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বোয়ালখালীতে ফুটপাত দখল করে মার্কেটের সিঁড়ি নির্মাণ

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২২ | ১১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায় ফুটপাত দখল করে সিঁড়ি নির্মাণ করেছে একটি মার্কেট কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে সেই সিঁড়ি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় সড়কে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে সিঁড়িটি উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।

পূর্বকোণকে তিনি জানান, শাকপুরা চৌমুহনীতে ফুটপাত দখল করায় একটি মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করা হয়েছে। সড়ক পরিবহন আইন- ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১২ মামলায় ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে বালু বহনকারী ট্রাকগুলোকে আবশ্যিকভাবে ত্রিপল ব্যবহার করতে এবং ফুটপাতে স্থাপনা নির্মাণ ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট