চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিএনপি গুজব রটিয়ে মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছে : নওফেল

বিজ্ঞপ্তি

২১ অক্টোবর, ২০২২ | ৯:৩৮ অপরাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি অপপ্রচার চালিয়ে গুজব রটিয়ে মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তাদের কথায় মানুষ রাস্তায় নামবে না। ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মানুষকে রাস্তায় নামিয়ে মাঝপথ থেকে পালিয়ে গিয়ে মানুষকে তারা ধোকা দিয়েছিল। ২০২৪ সালের নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্র করছে। বিরানী খাওয়ানোর জন্য পলোগ্রাউন্ডে, নাসিমন ভবনের সামনে লোকজন জড়ো করলে নির্বাচনে জিতা যায় না। নির্বাচন জিততে হলে মানুষের পাশে থাকতে হবে।

শুত্রুবার (২১ অক্টোবর)  বিকালে নগরীর আগ্রাবাদ কনভেনশ হলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিন মোরশেদ টিপু, আশরাফ উদ্দিন শাহীন, মনির উদ্দিন মনি, মো. জাহেদ খান, সাকওয়াত হোসেন সাকু, মোহম্মদ সাবু, সাহাব উদ্দিন সাবু, মোহাম্মদ খোকন, রুমেল বড়ুয়া রাহুল, রনি মির্জা, খোরশেদ আলম মানিক, মো. নাছির উদ্দিন, সাইফুদ্দিন বাবুল, হোসেন মো. সাদ্দাম, নন্দিতা দাশ, নুর আকতার প্রমা, খোরশেদ আলম বাসেদ, রাহুল দত্ত প্রমুখ।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন,  চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য ছিলেন। পাকিস্তানীদের হাতে গ্রেপ্তার হয়ে চট্টগ্রামের মোসলেম উদ্দিন এমপি, আবু ইউনুসসহ নির্মম নির্যাতনের শিকার হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। এসব ইতিহাস স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের জানতে হবে। আগামীদিনগুলোতে সাংগঠনিক কাঠামো মেনে ইউনিট পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ করতে ইচ্ছুক সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মিদের লিপিবদ্ধ করে স্বেচ্ছাসেবক সদস্য কার্যক্রম পরিচলানার আহবান জানান।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট