চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২২ | ৫:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে আগের তুলনায় সংক্রমণের হার কমে ৩ দশমিক ১৪ শতাংশ হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৪০৩ জনে।

শুক্রবার (২১ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, নগরীর ফৌজদারহাট, বিআইটিআইডিসহ আট ল্যাবরেটরিতে গতকাল ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩ দশমিক ১৪ শতাংশ। নতুন আক্রান্ত চারজনই নগরীর। 

এখন পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত ১ লাখ ২৯ হাজার ৪০৩ জনের মধ্যে শহরের ৯৪ হাজার ৩৫৭ ও গ্রামের ৩৫ হাজার ৪৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট