চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেল চট্টগ্রামের স্কুলশিক্ষার্থী আরাফাত

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২২ | ১:২৪ অপরাহ্ণ

অবশেষে মৃত্যুর কাছে হার মানল সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র আরাফাত হাসান (১৫)। দীর্ঘ আড়াইমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকার আনোয়ার খান হাসপাতালে শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

নিহত আরাফাত নগরীর আগ্রাবাদ কপার চিমনি রেস্টুরেন্টের নির্বাহী পরিচালক শহীদুল্লাহ’র ছেলে। তার বাড়ি নোয়াখালীর সেবারহাটে।

জানা গেছে, আড়াইমাস আগে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আরাফাত গুরুতর আহত হয়। এরপর থেকে আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ কপার চিমনি রেস্টুরেন্টের পরিচালক নাজমুল হক। তিনি পূর্বকোণকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে ঢাকার আনোয়ার খান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিল, কোমায় ছিল। অবশেষে আজ শুক্রবার সে মারা যায়। আরাফাত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল বলেও জানান নাজমুল হক।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট