চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টেকনাফে খোলা স্থানে হ্যান্ড গ্রেনেড, আশপাশে না যেতে পুলিশের মাইকিং

টেকনাফ সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২২ | ৩:০৭ অপরাহ্ণ

টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি হ্যান্ড গ্রেনেড স্থল ঘিরে রেখেছে পুলিশ। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোলা জায়গায় গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গ্রেনেডস্থলটি ঘিরে রেখে স্থানীয় লোকজনকে মাইকিং করে সতর্ক করা হয়। যাতে গ্রেনেডটির আশপাশে কেউ না যায়।

 

পুলিশ জানায়, পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশের খোলা জায়গায় একটি (আরজেস-৩৬) মরিচা ধরা গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সবার নিরাপত্তার স্বার্থে গ্রেনেডস্থল ঘিরে রাখা হয়েছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, হ্যান্ড গ্রেনেডটির বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট