চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আওয়ামী সিন্ডিকেটের কারণে চামড়ার বাজারে ধস : খসরু

১৫ আগস্ট, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগনেতাদের সিন্ডিকেটের কারণে আজ দেশে চামড়ার বাজারে ধস নেমেছে। চামড়ার মূল্য না থাকায় কৃষক, ব্যবসায়ী ও দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। চামড়া ব্যবসায়ীরা ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় চামড়া ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছে। বিএনপির সময় চামড়াকেনার জন্য সরকার লোন দিতো। কিন্তু বর্তমান সরকারের অব্যাবস্থাপনা ও সঠিক পদক্ষেপ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে একটা অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। তিনি গত মঙ্গলবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে বিএনপিনেতা আবু সুফিয়ানের চান্দগাও আবাসিকস্থ বাস ভবনে চট্টগ্রাম ৮ আসন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সি. সহ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সহ সভাপতি এম এ আজিজ, এসকেখোদা তোতন, শফিকুর রহমান শফন, মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, জাহিদুল করিম কচি সিঃ যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইস্কান্দর মির্জা, ইয়াসিনচৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু,বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতিমোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় যুবদলের সদস্য শামসুল হক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মন্জুর আলম চৌধুরী মন্জু,সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, মৎস্য বিষয়ক সম্পাদক মো. বখতেয়ার, গণশিক্ষা সম্পাদক ইব্রাহীম বাচ্চু, সহ সম্পাদকমো. ইদ্রিস আলী, আবদুল আজিজ, হাসান লিটন, আবু মুছা,বোয়ালখালী পৌর বিএনপির সভাপতি ও মেয়র আবুল কালাম আবু, থানা সম্পাদক জাকিরহোসেন, আফতাবুর রহমান শাহীন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট