চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জনগণের কল্যাণে ত্যাগ স্বীকারই রাজনীতি : মেয়র

১৫ আগস্ট, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ

জনগণের সুখে দুঃখে পাশে থেকে, জনগণের কল্যাণে ত্যাগ স্বীকারের নামই রাজনীতি। রাজনীতি ভোগ বা বিলাসিতা নয়। তাই জনকল্যাণে নিজেদেরকে নিবেদিত করার জন্য নগর যুবলীগ নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে মহানগর আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় চসিকের জনসচেতনতা ও কড়া নজরদারির কারণে এবং মশক নিধন কার্যক্রম পরিচালিত হওয়ায় চট্টগ্রামে ইতিবাচক সফলতা পাওয়া গেছে। ফলে চট্টগ্রামে অন্যান্য অঞ্চলের মত ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেনি। তাছাড়া চসিক রোগীদেরকে বিনামূল্যে রক্ত পরীক্ষা সহ নানামুখী সেবা দিয়ে যাচ্ছে। নগরীর থানা,ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে আওয়ামী যুবলীগের সকল কমিটিকে সক্রিয় করার জন্য নগর যুবলীগকে নির্দেশনা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি জন ও কল্যাণমুখী রাজনীতি চর্চার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।এ সময় মহানগর আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক দিদারুল আলম টিপু, সদস্য ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সদস্য এড আরশাদুর রহমান আসাদ, আবদুর রহিম, লিটন রায় চৌধুরী, বেলায়েত হোসেন রুবায়েত, নগর যুবলীগ নেতা এসএম আলম, ওয়াহিদুল আলম শিমুল, তানভীর আহমেদ রিংকু,সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন খান, তৌহিদ আজিজ, শাহেদ হোসেন টিটু,আতিকুর রহমান আতিকসহ ওয়াডর্, থানা, আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট