চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চান্দগাঁও পাঠানিয়াগোদায় ধসে পড়েছে সড়ক, জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২ | ১২:৫৯ অপরাহ্ণ

নগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের পাঠানিয়াগোদা এলাকায় ডোমখালী খালের দেয়াল নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ সড়কের একপাশ। অপর পাশ দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে এটিও ধসে পড়েছে। এতে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ডোমখালী খালের দেয়াল নির্মাণের কাজ শুরু করে। কিন্তু নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। কাজ শুরুর সময়ে খালের আশপাশের বৈধ-অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া দেয়াল নির্মাণ কাজের জন্য পাঠানিয়াগোদা এলাকায় দীর্ঘদিন ধরে পানি চলাচল বন্ধ রাখা হয়েছে। বাজারে রাস্তার একপাশ সম্পূর্ণ বন্ধ রেখে অপর একপাশ যানবাহন এবং পথচারী চলাচলের জন্য খোলা রাখা হয়। এ অবস্থায় রাস্তাটি খালের কাজের সময় সম্প‚র্ণ ধসে যায়। রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। তাতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে বেশ ঝুঁকি নিয়ে। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পাঠানিয়াগোদা এলাকার বাসিন্দা জুনায়েদ বলেন, ‘ডোমখালী খালের দেয়ালের কাজ দীর্ঘদিন ধরে চললেও এলাকাবাসীর চলাচলের রাস্তাটি চলাচলের যোগ্য করে দেয়া হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে অনেক অনুরোধ করা হলেও তারা কার্যকর কোন ব্যবস্থা নেয়নি।’

স্থানীয় আরেক বাসিন্দা শওকত হোসেন বলেন, ‘চলাচলে এলাকাবাসী দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছে অনেক অভিযোগ করলেও কোন কাজ হচ্ছে না।’

পাঠানিয়াগোদা বাজারের ব্যবসায়ী জামাল বলেন, ‘পাঠানিয়াগোদা এলাকায় খালের দেয়াল নির্মাণ কাজের জন্য রাস্তাঘাট বন্ধ থাকায় বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে। যার ফলে বেচাকেনাও অনেক কম হয়।’

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট