চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ‘ই-মানি সার্ভিসে’র সাড়ে ৬ লাখ টাকা মেরে ধরা ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি ই-মানি সার্ভিস ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অপরাধে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার ছৈয়দ মো. নুরুল আকবরকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আত্মসাৎ করা ৬ লাখ ৫২ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার ছৈয়দ মো. নুরুল আকবর পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামের মৃত ছৈয়দ আমিরুল ইসলামের ছেলে।

 

সোমবার (১৭ অক্টোবর) রাতে আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

 

তিনি বলেন, সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা যুবক উদ্যোক্তা হওয়ার চেষ্টায় শুরু করেন ই-মানি সার্ভিস ব্যবসা। প্রতিষ্ঠা করেন ব্যাক এন্ড প্যাক নামে একটি প্রতিষ্ঠান। গত ১৩ অক্টোবর তার প্রতিষ্ঠানের ম্যানেজার ছৈয়দ মো. নুরুল আকবর ৬ লাখ ৫২ হাজার ৫১০ টাকা নিয়ে আত্মগোপন করেন। পরে তিনি টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর অভিযান চালিয়ে ১৮ ঘণ্টার মধ্যে গতকাল রাতে আনোয়ারা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার শ্বশুর বাড়ি জুলধা থেকে আত্মসাৎ করা টাকাও উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট