চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডবলমুরিং থানার মাদক মামলায় ৪ আসামির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২ | ৯:২৩ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং থানার মাদক মামলায় ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।  সোমবার (১৭ অক্টোবর) ৫ম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 

 

চার আসামি হলেন- রাউজান উপজেলার বিনাজুরী গৌর গোপাল মহাজনের বাড়ির নারায়ণ মজুমদারের ছেলে শ্যামল মজুমদার (৩৭), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জহুল আলী ভূইঁয়া বাড়ির মৃত আমিনুল হকের ছেলে মো. মামুন হোসেন প্রকাশ মামুন, লোহাগাড়া থানার জমিদার বাড়ির নছর উল্ল্যাহর স্ত্রী আয়শা ছিদ্দিকা (২৭) ও একই থানার মজিদের পাড়ার পেশকার বাড়ির বশির আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল আমান প্রকাশ আমান।  

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর রাতে নগরের ডবলমুরিং থানার বেপারী পাড়ার মো. আবুল হোসেন সওদাগরের ৫ম তলা ভবনের ৩য় তলায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ৪০ কেজি, পাউডার ৬৫ কেজি, মেশিন ২টি, ডিজিটাল স্কেল ১টি ও ৪ লিটার গোলাপি রং ‍জব্দ করা হয়। তৎকালীন মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন।  

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট