চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি’, রাউজানে প্রাণ গেল যুবকের

রাউজান সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২২ | ২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত দত্ত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) চুয়েট এলাকায় এই ঘটনা ঘটে। পরে রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শান্ত উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর দমদমা চৌধুরী বটতল এলাকার তিলক দত্তের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই অভি। তিনি বলেন, শান্ত পাইপ-পিটার ও রাজমিস্ত্রির কাজ করতো। গত বুধবার চুয়েট এলাকার একটি পাকা ভবনে কাজ করার সময় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুতের নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম অশিক সিকদার বলেন, ভবনটির দু’তলায় নির্মাণকাজের জন্য রড উঁচু করার সময় রডের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটার মৃত্যু হয়েছে।

 

পূর্বকোণ/আর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট