চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তওবা কবুল হবার পূর্ব শর্ত হল যার হক তাকে ফিরিয়ে দেওয়া

নিজস্ব সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২২ | ১১:৫৭ পূর্বাহ্ণ

তওবা করার কারণে জীবনের সব গুনাহ্ মাফ হয়ে যায় কিন্তু পরের হকের বিষয়ে মাফ নাই। কারো সম্পদ আত্মসাৎ করা হলে কিংবা কারো প্রতি জুলুম করা হলে, যার পাওনা তাকে ফিরিয়ে দিতে হবে কিংবা মাফ চেয়ে নিতে হবে । যতক্ষণ মজলুম বা পাওনাদার মাফ করে না দেবে ততক্ষণ আল্লাহপাকও ক্ষমা করবেন না। সবাইকে দ্বীনের খেদমত করার এবং ভ্রান্ত মতবাদ থেকে নিজেকে রক্ষার আহবান জানান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাজিআ)।

গতকাল শনিবার হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাউসিয়া কমিটি উপজেলা (পশ্চিম) পরিষদের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন উপলক্ষে সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ত্বরিকতে নবদীক্ষিতদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এর আগে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা জি আ) হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে মহিলাদের বায়াত করান। এরপর দুপুর ২ টার দিকে তিনি স্কুল মাঠে জোহরের নামাজের ইমামতি করেন। পরে মাঠে উপস্থিত পুরুষদের বায়াত ও সবক প্রদান করেন। পরে মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন তিনি।

সুন্নি সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)। বিশেষ বক্তা ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মাজিআ)।

উদ্বোধক ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, শায়খুল হাদিস সোলাইমান আনছারী,শায়খুল হাদীস কাজী মঈনুদ্দিন আশরাফী, মুহাদ্দিস আশরাফুজ্জামান আলকাদেরী, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, যুগ্ম মহাসচিব-এডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় অর্থ সচিব মুহাম্মদ কমর উদ্দীন সবুর, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। সুন্নি সম্মেলন শেষে মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা জি আ) ।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট