চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন এ মাসেই

সাতকানিয়া সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২২ | ৯:৪৮ অপরাহ্ণ

চলতি মাসের মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হতে যাচ্ছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। ইতিমধ্যে শেষ হয়েছে যাবতীয় কার্যক্রম।

শনিবার (১৫ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, সাতকানিয়া পৌরসদরের উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় ও বাজালিয়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেদখলকৃত জায়গা নিয়ন্ত্রণে এনে তা সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষনের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করতে মাটি ভরাট, সীমানা প্রাচীর, অন্যান্য সংস্কার কাজ এবং অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের (সিআইপি) সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাচিপ নেতা ডা. আ. ম. ম মিনহাজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, আবাসিক মেডিকেল অফিসার ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

 

পূর্বকোণ/খোকন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট