চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তিনদিনেও নিখোঁজ দু’জনের সন্ধান মেলেনি, তীরে সরিয়ে নেয়া হয়েছে ডুবন্ত জাহাজ

কর্ণফুলী সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২২ | ১১:৫৬ অপরাহ্ণ

কর্ণফুলী নদীতে ডুবে যাওয়ার ৬০ ঘণ্টা পর ফিশিং জাহাজটি উদ্ধারকারী নৌ-যানের সহায়তায় টেনে নদীর তীরে সরিয়ে নেয়া হয়েছে। তবে এখনো জাহাজটি পুরোপুরি তীরে তোলা যায়নি। ফলে এখনো নিখোঁজ দুইজনের কোন সন্ধান মেলেনি।

এ ঘটনায় নিখোঁজ দু’জন হলেন জাহাজের নাবিক মো. রাকিবের পিতা আবদুল মোতালেব (৬৫) ও জাহাজের গ্রীজার প্রদীপ চৌধুরী। এদের মধ্যে নিখোঁজ আবদুল মোতালেব জাহাজে কর্মরত ছেলের কাছে বেড়াতে গিয়ে ঘটনার শিকার হয়। এ ঘটনায় সাতজন নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার দিনভর পাঁচজনের লাশ ভেসে ওঠে। এর বাইরে চিকিৎসারত অবস্থায় চমেক হাসপাতালে মারা গেছেন আরও একজন। এ পর্যন্ত এ ঘটনায় ছয়জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

নৌ পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত একটার সময় র‌্যাংকন ওশেনা লিমিটিডের মালিকানাধীন এফবি মাগফেরাত নামের মাছ ধরার জাহাজটি উল্টে পানিতে পুরোপুরি তলিয়ে যায়। জাহাজের উপরে অংশ নদীর তলদেশে কাদায় আটকে থাকে। শুক্রবার দিনভর উদ্ধারকারী দল কাজ করে ডুবে যাওয়া জাহাজটি কাদা থেকে আলগা করে উল্টে দেয়। এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় জাহাজটি টেনে নগরীর ফিরিঙ্গী ব্রিজঘাটরে পূর্ব পাশে লইট্টা ঘাট এলাকায় নদীর তীরের কাছাকাছি রাখা হয়। জাহাজের একটি অংশ পানির উপরে তোলা হয়। তবে এখনো কেবিনে তল্লাশি চালানো যায়নি। তাই নিখোঁজ দুইজনের ভাগ্যে কি ঘটেছে তা বলা যাচ্ছে না।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ সর্বশেষ রাত নয়টার সময় পূর্বকোণকে বলেন, নিখোঁজ দু’জনের সন্ধান এখনো মেলেনি। জাহাজটি উদ্ধারকারী নৌ যানের মাধ্যমে তীরের কাছাকাছি সরিয়ে নেয়া হয়েছে। রাতের জোয়ারে জাহাজটি চরে তোলা হতে পারে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে এফবি মাগফেরাত নামের একটি মাছ ধরার জাহাজ সি রিসোর্স নামের ডক ইয়ার্ডে মেরামতের জন্য উঠানোর সময় পাখা খুলে যায়। ওই সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বয়া ও অন্যান্য জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে গেলে এ ঘটনা ঘটে।

 

পূর্বকোণ/নয়ন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট