চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড, পুড়ল ১২ বসতঘর

অনলাইন ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ | ১১:৫৪ পূর্বাহ্ণ

রাউজানের পূর্ব গুজরা ইউপির আধারমানিক গ্রামে রাত আড়াইটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ১২টি বসতঘর পুড়ে গেছে। বুধবার (১৪ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুস ছালাম ও প্রতিবেশী নয়ন বড়ুয়া জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে আধার মানিক গ্রামের মুরালি মাঝির বাড়িতে অজ্ঞাত সূত্র থেকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একে একে এ পাড়ার ১০টি বেড়া, টিন, সেমি পাকা, মাটির গুদাম ঘর সম্পূর্ণ পুড়ে যায়। রাত ৩টার দিকে রাউজান ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, রাউজানের পূর্ব গুজরা এলাকায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ১২টি বসতঘর পুড়ে গেছে।

তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি গিয়ে ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট