চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে ভেঙে দেওয়া হল অবৈধভাবে নির্মাণাধীন ৬ ভবন

কক্সবাজার সংবাদদাতা

১২ অক্টোবর, ২০২২ | ৭:৩০ অপরাহ্ণ

কক্সবাজার লাইট হাউজস্থ গণপূর্তের সৈকত সমবায় সমিতির প্লটে অবৈধভাবে নির্মাণাধীন ছয়টি ভবন ভেঙে দিয়েছে জেলা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কউকের সচিব (উপসচিব) আবু জাফর রাশেদ। এ সময় চারটি দোতলা ভবন ও দুটি একতলা ভবন ভেঙে দেওয়া হয়েছে।

 

উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়ন আমাদের সকলের দায়িত্ব। তাই ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ এবং অনুমোদন নিয়ে ভবন নির্মাণের জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। অবৈধ এবং অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, ১৯৯৬ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৭ দশমিক ৫ একর জমি সৈকত সমবায় সমিতির নামে বরাদ্দ দেয়। পরে ১৯৯৭ সালে তার পরিবর্তে ৫ একর জমি বরাদ্দ দিয়ে সংশোধিত বরাদ্দপত্র জারি করে, যা সৈকত সমবায় সমিতি মেনে নেয়। তবে সমবায় সমিতি আরও দুই দশমিক ৫০ একর জমি পেতে হাইকোর্টে রিট করে। যা ২০১৯ সালের ২৭ জুন খারিজ করে দেওয়া হয়। তবুও অনুমোদনহীন ওই জমিতে স্থাপনা নির্মাণ করা হলে সেটি ভেঙে দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট