চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘এলাকার উন্নয়নে প্রশাসন ও মিডিয়াকে একযোগে কাজ করতে হবে’

সীতাকুণ্ড সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২২ | ১০:২৭ অপরাহ্ণ

এলাকার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের একযোগে কাজ করতে হয়। সীতাকুণ্ডে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এই সমন্বয় আছে বলেই এখানে কাজের পরিবেশ চমৎকার। মঙ্গলবার (১১ অক্টোবর) সীতাকুণ্ড প্রেস ক্লাব পরিদর্শনকালে একথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকির হোসেন।

 

তিনি আরো বলেন, আমি একসময় সীতাকুণ্ডে সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি এখানে সাংবাদিকরা চমৎকার সহযোগী। তারা একেবারেই পেশাদার। কোন অন্যায় আবদার নিয়ে আমার দপ্তরে কাউকে আসতে দেখিনি। এখনো তাদের সাথে প্রশাসনের সমন্বয় খুব ভালো। এরকম সম্পর্ক রেখে সবাই মিশে মিশে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

 

প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আসিফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন প্রমুখ।

 

পূর্বকোণ/সৌমিত্র/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট