চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি

মোহাম্মদ আলী

১১ অক্টোবর, ২০২২ | ১১:১৫ পূর্বাহ্ণ

আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশ সফল করতে চট্টগ্রাম বিভাগের ১০ জেলা ও থানায় থানায় প্রস্তুতি সভা করছে দলটি। এর মধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও চট্টগ্রামে অবস্থান করে প্রস্তুতির সার্বিক তদারকি করছেন। মহাসমাবেশের জন্য পলোগ্রাউন্ড ময়দানের অনুমতি চেয়ে নগর পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।

মহাসমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় কমিটির সাথে চট্টগ্রাম বিভাগের ১০ জেলা নেতৃবৃন্দের প্রথম বৈঠক হয়। দলের গুলশান অফিসে পহেলা অক্টোবর বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অংশগ্রহণ করেন। এদিকে মহাসমাবেশের সার্বিক তদারকি করছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

এছাড়া প্রস্তুতি সভা করতে চট্টগ্রামে অবস্থান করছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও মোহাম্মদ শাহজাহান। তারা উত্তর, দক্ষিণ ও নগর বিএনপির প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন। দলের উত্তর জেলার আহ্বায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান জেলা কমিটির প্রস্তুতি সভা ছাড়াও থানা পর্যায়ের সভা করে যাচ্ছেন। প্রস্তুতি সভা করেছে যুবদলও।

এসব সভায় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। এছাড়াও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ আরো একাধিক প্রস্তুতি সভা করেছেন।

প্রস্তুতি সভা প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর পূর্বকোণকে বলেন, ‘সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সারাদেশে দলের নেতাকর্মীদের উপর হামলা-মামলা, নির্যাতন, গ্রেপ্তারের প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগে মহাসমাবেশ করবে বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভাগের অধীন ১০ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নগর কমিটির সভা ছাড়াও থানায় থানায় প্রস্তুতি সভা করছি।’

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট