চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মানুষকে খেপাতেই ডেঙ্গু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : নওফেল

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০১৯ | ৯:১৪ অপরাহ্ণ

নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছেডেঙ্গু নিয়ে একটি মহল সরকারের বিরুদ্ধে মানুষকে খেপানোর চেষ্টা করছে। আজ রবিবার (১১ আগস্ট) সকালে নগরীর গোলপাহাড় চত্বরে নগর যুবলীগ আয়োজিত ‘ডেঙ্গু নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে জমায়েত ও মশক নিধন’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।


ডেঙ্গু নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ে এখন ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব। ফিলিপাইনে ডেঙ্গুতে এক হাজারের ওপর মানুষ মারা গেছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বাঁচানোর জন্য আমাদের চিকি
সকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ মানুষ যাঁরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাঁদের বাঁচানোর জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের ও আমাদের দলের পক্ষ থেকে আমরা ওষুধ ছিটাচ্ছি, সচেতনতামূলক কাজ করছি। কিন্তু এটা নিয়ে আতঙ্ক ছড়ানোর একটা প্রবণতা দেখছি, যাতে মানুষকে খেপানো যায়।’

নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান বলেন, ‘যখনই আতঙ্ক ছড়ানো হবে, তখনই মাঠে নামতে হবে। ঘরে ঘরে গিয়ে ওয়ান টু ওয়ান বোঝাতে হবে। আমরা যেভাবে এডিস মশা দমন করব, তেমনি গুজব-আতঙ্কও দমন করব। গুজব প্রতিরোধ এখন আমাদের সবার কর্তব্য হয়ে গেছে।’

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট