৭ অক্টোবর, ২০২২ | ৭:১০ অপরাহ্ণ
কাপ্তাই সংবাদদাতা
কাপ্তাই বিউবো প্রজেক্ট এলাকা থেকে ৭টি কালিম পাখি উদ্বার করেছে বন বিভাগ। শুক্রবার ( ৭ অক্টোবর) বেলা ১টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশক্রমে বন বিভাগ এক খামারির বাসা হতে পাখিগুলো উদ্বার করে। পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী বনসংরক্ষক মো. দেলোয়ার হোসেন (কর্ণফুলী সদর)।
তিনি জানান অভিযান পরিচালনা করে কর্ণফুলী রেঞ্জের সহযোগিতায় আমরা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্বার করি। এসময় পাখিগুলো লালনপালনকারী জানান আমি জানতাম না এ পাখি পোষা ও ধরা আইনগত অপরাধ। তাহলে এমন করতাম না বলে মুছলেকা দেন বন বিভাগের নিকট। উদ্বারকৃত পাখিগুলো বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম কবিরের নিকট হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/ কবির /রাজীব/পারভেজ