চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মিরসরাইয়ে যাত্রীবাহী বাস উল্টে ১৫ যাত্রী আহত

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০১৯ | ১:০৫ অপরাহ্ণ

মিরসরাইয়ের ছড়ার কূল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৫ যাত্রী আহত হয়।

রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মিরসরাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেলাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কেউ গুরতর আহত নন। আহত অনেকেই চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বল জানান তিনি।

জানা গেছে, লক্ষ্মীপুরগামী জোনাকি পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে বাসযাত্রী তসলিম উদ্দিন (৫৫), ইপ্তি (১২), ফরাসউদ্দিন (২০), জিন্নাত আক্তার (৭), নাসিমা বেগম (৪০), শিল্পী আক্তার (৩৯), সাথী আক্তার (২০), ইয়াসমিন আক্তার (১৮), সাইফুল ইসলাম (২০), আখি আক্তার (১৮) ও রুমা আক্তার (১৮) গুরুতর আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার পূর্বকোণকে বলেন, এখন পর্যন্ত হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে আহত ১৫জন যাত্রীকে ভর্তি করা হয়ছে। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন। তবে সবাই বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট