চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বোটের মাঝিকে অপহরণ করে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২২ | ১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় বোটের মাঝিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছখিনা বেগম ওরফে হাছিনা ওরফে মর্জিনা (৪৬), মো. শাহজাহান ওরফে জয় (৩০) ও কনা বেগম (৩০)।

বুধবার ও বৃহস্পতিবার (৬ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় দুদিনের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর। তিনি বলেন, গত মঙ্গলবার ফিরিঙ্গী বাজারের ফিশারিঘাট এলাকায় বোটের মাঝি কামরুল হোসেন (৪২) অপহৃত হন। পরে অপহরণকারীরা মোবাইলে দু’লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেলে ওই মাঝিকে হত্যার হুমকি দেন তারা। এ ঘটনায় আরেক ব্যবসায়ী বাদি হয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পতেঙ্গা ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থেকে অপহৃত মাঝিকে উদ্ধার করা হয়।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট