চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে ফসলের মাঠে আমনের হাসি

এ এম হোবাইব সজীব

৭ অক্টোবর, ২০২২ | ১:২১ অপরাহ্ণ

উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। ফসলের মাঠে আমন ধানের হাসিতে কৃষকের চোখ জুরায়। দিগন্ত জুড়ে নজর কাড়ছে আমন ফসলের ক্ষেত। বাতাসে ঢেউয়ের মতো দোল খেয়ে খেলে যাচ্ছে ধান গাছের সবুজপাতা ও কাঁচা শীষ। কয়েক দিনের মধ্যেই শীষের দুধ-দানা গঠন শুরু হবে। আর এমন সবুজের সমারোহে রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ইতোমধ্যে ক্ষেত পরিচর্যা শেষ করে দ্বিতীয় ও তৃতীয় দফায় সার-কীটনাশক প্রয়োগ অব্যাহত রেখেছে।

কৃষকদের মতে, আষাঢ়-শ্রাবণ মাসেও বৃষ্টির সংকট থাকলেও সময়মতো বৃষ্টি হওয়ায় সঙ্কট কেটে ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। ধানের সবল-সতেজ চারা এবং শীষ বের হচ্ছে। তাই এবার ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূল থাকলে এবারে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কৃষকদের অধিক ফলনের লক্ষ্যে নানা পরামর্শ দেয়া হচ্ছে। গত দু’ বছর ধানের দাম ভালো পাওয়ায় কৃষক আমন ধান চাষে ঝুঁকেছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম পূর্বকোণকে বলেন, আগে ধানের দাম কম থাকায় চাষিরা ধান চাষ কমিয়ে দিয়ে অন্য ফসল চাষে ঝুঁকেছিল।
ধানের দাম ভাল হওয়ায় চাষি ধান চাষ বাড়িয়ে দিয়েছে। ৮ হাজার একশ ২০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। আশা করি, প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট