চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঝুঁকিপূর্ণ পর্যটন এলাকা চিহ্নিত করার আবেদন

নিজস্ব প্রতিবেদক 

৬ অক্টোবর, ২০২২ | ৮:৪৯ অপরাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পর্যটন এলাকা চিহ্নিত করতে ট্যুরিস্ট পুলিশের কাছে আবেদন জানিয়েছেন চট্টলার অধিকার ফোরামের প্রতিষ্ঠাতা কায়সার আলী চৌধুরী।

গতকাল (মঙ্গলবার) ট্যুরিস্ট পুলিশের এডিশনাল আইজি মো. মুসলিম উদ্দিনের কাছে এ বিষয়ে একটি আবেদনপত্র তুলে দেন তিনি।

আবেদনপত্রে বলা হয়- চট্টগ্রাম পাহাড়, সবুজ, নৈসর্গিক সৌন্দর্যের শহর। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করতে আসেন। কিন্তু ট্যুরিস্ট এলাকার মধ্যে কোনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত না করার ফলে অনেক পরিবার তাদের সন্তানদের হারাচ্ছে।

আবেদনপত্রে আরও বলা হয়- ‘চট্টগ্রামের সাধারণ মানুষের পক্ষ থেকে বিনীত অনুরোধ- যাতে আর কোনো পরিবারকে তাদের সন্তান হারাতে না হয়। ঝুঁকিপূর্ণ স্পটগুলো নির্ধারণ করা হয়।’ আবেদনের বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন চট্টলার অধিকার ফোরামের প্রতিষ্ঠাতা কায়সার আলী চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামে সরকারি তালিকার বাইরে অনেক নতুন নতুন পর্যটনকেন্দ্র গড়ে উঠছে। তালিকায় না থাকায় সেখানে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম নেই বললেই চলে। এই কারণে ট্যুরিস্ট এলাকার তালিকা হালনাগাদ করতে আমরা অনুরোধ জানিয়েছি। এডিশনাল আইজি মহোদয় তা সাদরে গ্রহণ করেছেন।

পূর্বকোণ/সাফা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট