চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সড়কের দু’পাশের ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

নিজস্ব প্রতিবেদক

৬ অক্টোবর, ২০২২ | ৬:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দরটিলা ও নেভী হাসপাতাল গেট এলাকায় সড়কের দু’পাশ থেকে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এ সময় সড়কে ব্যবসা করার অপরাধে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ।

তিনি বলেন, বন্দরটিলা ও নেভী হাসপাতাল গেট এলাকায় রাস্তার পাশে অবৈধ দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধভাবে রাস্তায় ব্যবসা করার অপরাধে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৩ ব্যক্তিকে ৬ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট